সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বই প্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
রাজেন্দ্র কলেজ প্রতিনিধি।
ফরিদপুর শহরের বই প্রেমী ছাত্র-ছাত্রীরা সপ্তাহের একটা দিন সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে একত্রিত হন। সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা সপ্তাহের প্রতি রবিবার বিকাল ৫টা থেকে ৬ টা পর্যন্ত বইয়ের এ কার্যক্রম চলমান রাখেন।
তাদের সাথে কথা বলে রাজেন্দ্র কলেজ প্রতিনিধি
কথা বলে জানতে পারেন তারা সবাই বই বিহঙ্গ ফরিদপুর শাখার সদস্য। তারা বই সংগ্রহ করেন ও পড়া শেষ করে আবার পরের সপ্তাহে নতুন আরেকটি বই নিয়ে যান। নিজেদের মধ্যে বই নিয়ে আলোচনা ও করেন তারা। বই পাঠ করে শিক্ষা বার্তাটি অন্যকে বলেন।
বই বিহঙ্গ ফরিদপুর শাখার সদস্যরা আরো বলেন, বই বিহঙ্গের সাথে যুক্ত হওয়ার পর তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠে। পাঠ্য বইয়ের পাশাপাশি তারা বিভিন্ন সাহিত্যের বই পড়ার ফলে তাদের জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়। তাই সদস্যগণ ফরিদপুরের বই প্রেমীদেরকে তাদের সাথে যুক্ত হওয়ার আহবান করেন।

সুন্দর কাজ
উত্তরমুছুন