পদ্মা নদীতে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু
পদ্মা নদীতে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুর, ২৫ জুন: ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী—তামিম ও মারুফ—পদ্মা নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ডুবে মারা গেছেন। তারা উক্ত কলেজের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (EEE) বিভাগের ১ম বর্ষের ১ম সেমিষ্টারের অধ্যয়নরত ছিলেন। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কলেজের বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে পানির প্রবল স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয় লোকজনের দ্রুত সহযোগিতায় তাদের নদী থেকে উদ্ধার করা হয়। এরপর এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে তাদের পুলিশ ভ্যানে করে ফরিদপুরের রেজওয়ান মোল্লা হসপিটালে নিয়ে যান। দুঃখজনকভাবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।