পোস্টগুলি

পদ্মা নদীতে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ছবি
পদ্মা নদীতে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুর, ২৫ জুন: ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী—তামিম ও মারুফ—পদ্মা নদীতে গোসলে নেমে স্রোতের তোড়ে ডুবে মারা গেছেন। তারা উক্ত কলেজের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (EEE) বিভাগের ১ম বর্ষের ১ম সেমিষ্টারের অধ্যয়নরত ছিলেন। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কলেজের বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে পানির প্রবল স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয় লোকজনের দ্রুত সহযোগিতায় তাদের নদী থেকে উদ্ধার করা হয়। এরপর এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে তাদের পুলিশ ভ্যানে করে ফরিদপুরের রেজওয়ান মোল্লা হসপিটালে নিয়ে যান। দুঃখজনকভাবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, গুরুতর আহত ৪

ছবি
ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, গুরুতর আহত ৪ ভাঙ্গা (ফরিদপুর), ৪ জুন: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে, ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের বাবনা তলা নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র (স্থানীয় যাত্রীবাহী যান) একই সময়ে ওই স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ যাত্রী প্রাণ হারান। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম। তারা উদ্ধারকাজ পরিচালনা করে মরদেহগুলো ব্যাগে করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। মরদেহগুলোতে রক্তের দাগ এবং দুর্ঘটনার চিহ্ন এ...

Carbon 2 Cash কি?

  "Carbon 2 Cash" মূলত একটি উদ্ভাবনী ধারণা বা প্রকল্প যা অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড (CO₂) কে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক উপাদানে রূপান্তর করার প্রযুক্তির উপর ভিত্তি করে গঠিত। এই ধরনের প্রকল্পের মূল উদ্দেশ্য দুটি: পরিবেশ রক্ষা: বাতাসে অতিরিক্ত CO₂ গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম কারণ। Carbon 2 Cash প্রকল্পে এই অতিরিক্ত কার্বন সংগ্রহ করে তার ক্ষতিকর প্রভাব কমানোর চেষ্টা করা হয়। অর্থনৈতিক ব্যবহার: সংগৃহীত কার্বনকে বিভিন্ন উপায়ে রূপান্তর করে লাভজনক পণ্য তৈরি করা যায়, যেমন: জৈব সার নির্মাণ উপাদান (যেমন ক্যালসিয়াম কার্বোনেট, ব্লক ইট ইত্যাদি) জ্বালানি (যেমন মিথানল বা সিনগ্যাস) বা কার্বন ন্যানো-ম্যাটেরিয়াল (গবেষণায় ব্যবহৃত) শিক্ষার্থীদের প্রকল্পে সম্ভবত এমন একটি মডেল দেখানো হয়েছে যেখানে CO₂ সংগ্রহ করে তা দিয়ে কিছু উপযোগী বা বিক্রয়যোগ্য পণ্য তৈরি করা হয়। এতে তারা পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সম্ভাবনার একসাথে সমাধান দেখিয়েছে। শিক্ষার্থীরা বিজ্ঞান যাত্রায় এগিয়ে যাক👍

CARBON 2 CASH' প্রকল্পে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দ্বিতীয় স্থান অর্জন

ছবি
CARBON 2 CASH' প্রকল্পে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দ্বিতীয় স্থান অর্জন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-এ 'CARBON 2 CASH' প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবন ও বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। 'CARBON 2 CASH' প্রকল্পটি কার্বন নিঃসরণ কমিয়ে তা অর্থনৈতিকভাবে লাভজনকভাবে রূপান্তরের একটি উদ্ভাবনী ধারণা। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় ঘটানোর প্রয়াস চালিয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-এর আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের সাফল্য তাদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীল চিন্তার ফলাফল। কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন। এই অর্জন ফরিদপুর তথা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সরকারি রাজেন্দ্র ক...

ভুবনেশ্বর নদ বাঁচাতে চরভদ্রাসনে বিডি ক্লিনের বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান

 ভুবনেশ্বর নদ বাঁচাতে চরভদ্রাসনে বিডি ক্লিনের বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান সাড়ে ১৩’শ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে নদী পুনরুদ্ধারে ঐতিহাসিক পদক্ষেপ ফরিদপুর, চরভদ্রাসন | ২৩ মে ২০২৫ | প্রতিনিধি: মোহাম্মদ সোহেল এক সময় প্রাণবন্ত স্রোতে প্রবাহমান ছিল ফরিদপুরের চরভদ্রাসনের ঐতিহ্যবাহী ভুবনেশ্বর নদ। শিশুদের কলতান, পাখির কিচিরমিচির আর নির্মল পরিবেশ ছিল এ নদীর চারপাশ। কিন্তু সময়ের সাথে সাথে দূষণ, অবহেলা আর অব্যবস্থাপনায় মৃতপ্রায় হয়ে উঠেছে এই নদী। আজ সে নদী নিঃশব্দ, নীরব, গর্ব হারানো এক প্রাকৃতিক ঐতিহ্য। তবে নতুন এক আশার আলো জ্বালাতে, ২৩ মে শুক্রবার, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিডি ক্লিন-এর নেতৃত্বে শুরু হয় এক ঐতিহাসিক পরিচ্ছন্নতা অভিযান। “পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে এই অভিযানে অংশ নেয় বিডি ক্লিনের সাড়ে ১৩’শ স্বেচ্ছাসেবী। বয়সভেদ ভুলে যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণরাও হাতে তোলে ঝাড়ু, গ্লাভস, বস্তা। সবার লক্ষ্য একটাই—দূষণমুক্ত ভুবনেশ্বর নদ, পরিচ্ছন্ন চরভদ্রাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা বিডি ক্লিনের এই উদ্যোগকে সাধুবাদ জ...

সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বই প্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ছবি
 সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বই প্রেমীদের মিলনমেলা হয়। রাজেন্দ্র কলেজ প্রতিনিধি। ফরিদপুর শহরের বই প্রেমী ছাত্র-ছাত্রীরা সপ্তাহের একটা দিন সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে একত্রিত হন। সদস্যদের সাথে কথা বলে জানা যায় তারা সপ্তাহের প্রতি রবিবার বিকাল ৫টা থেকে ৬ টা পর্যন্ত বইয়ের এ কার্যক্রম চলমান রাখেন।  তাদের সাথে কথা বলে রাজেন্দ্র কলেজ প্রতিনিধি কথা বলে জানতে পারেন তারা সবাই বই বিহঙ্গ ফরিদপুর শাখার সদস্য। তারা বই সংগ্রহ করেন ও পড়া শেষ করে আবার পরের সপ্তাহে নতুন আরেকটি বই নিয়ে যান। নিজেদের মধ্যে বই নিয়ে আলোচনা ও করেন তারা। বই পাঠ করে শিক্ষা বার্তাটি অন্যকে বলেন। বই বিহঙ্গ ফরিদপুর শাখার সদস্যরা আরো বলেন, বই বিহঙ্গের সাথে যুক্ত হওয়ার পর তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠে। পাঠ্য বইয়ের পাশাপাশি তারা বিভিন্ন সাহিত্যের বই পড়ার ফলে তাদের জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়। তাই সদস্যগণ ফরিদপুরের বই প্রেমীদেরকে তাদের সাথে যুক্ত হওয়ার আহবান করেন।